কিভাবে ফায়ারফক্সে ইচ্ছামত টুলস কাস্টমাইজ করবেন? জেনে নিন কৌশলগুলো…

22
496

ফায়ারফক্সের নতুন সংস্করণ এসেছে সম্প্রতি । ফায়ারফক্স কোয়ান্টাম নামে সংস্করণটিতে টুলস কাস্টমাইজ সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে সেটিংস মেন্যুর অনেক অপশন দ্রুত ব্যবহারের জন্য ব্রাউজারের টপে এনে রাখা যাবে। এ জন্য বারবার সেটিংস অপশনে যেতে হবে না।

এ কাজ কিভাবে করতে হবে এ টিউটোরিয়ালে তা তুলে ধরা হলো।

প্রথমে ফায়ারফক্স সেটিংস অপশনে যেতে হবে।

তারপর সেখান থেকে customize অপশনে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি পেইজ চালু হবে।

উপরের মতো দেখতে এ পেইজে ব্রাউজারের নানা অপশনগুলোর আইকন ও নাম দেখা যাবে। সেখানে থেকে অপশনগুলো ড্রাগ করে টপ বা ইউআরএল ঠিকানা লেখার পাশে যুক্ত করা যাবে।

এরপর নিচে থাকা ডান বাটনে ক্লিক করতে হবে।

ক্রোম ব্রাউজারের মত চাইলে ফায়াফক্সেও এখন থিম পরিবর্তন করা যাবে। ক্রোম থেকে ফায়ারফক্সের থিম অপশনটি অনেকেরই পছন্দ হয়েছে।

কোনো থিমের উপর মাউস রাখলেই দেখে নেয়া যাবে থিমটির প্রিভিউ।

এ ছাড়া থিমে রয়েছে ডিফল্ট অ্যাডব্লক ও ইমোজি সুবিধা। ফলে পিসিতে থার্ডপাটি অ্যাডব্লকার ইন্সটল করতে হবে না।

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here