ফুডপান্ডার নতুন ফিচারে জানা যাবে খাবার কোথায় আছে?

23
483

ফুডপান্ডা অ্যাপ এবং ওয়েবসাইটে নতুন কয়েকটি ফিচার যোগ করা হয়েছে।

নতুন এসব ফিচারের সাহায্যে গ্রাহকরা আগের চেয়ে আরও সহজে খাবার অর্ডার করতে পারবেন। একই সঙ্গে খাবার অর্ডার করার পর পৌঁছাতে কতো সময় লাগবে তা দেখতে পাবেন গ্রাহকরা।

এছাড়া খাবার অর্ডার করার পর রাইডার ঠিক কোন রাস্তায় আছে তা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রাহকরা সরাসরি দেখতে পাবেন।

ফুডপান্ডা অ্যাপ এবং ওয়েবসাইটে ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস এবং নকশাতেও পরিবর্তন আনা হয়েছে।

ফুডপান্ডার গ্লোবাল সিএমও জুলিয়ান ডেমস বলেন, নতুন এসব ফিচার গ্রাহকদের সঠিক তথ্য জানতে সহায়তা করবে।

বাংলাদেশসহ এশিয়ার ৯টি দেশে ফুডপান্ডা তাদের সেবা দিচ্ছে। ওয়েবসাইট ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ফুডপান্ডায় খাবার অর্ডার দেয়া যায়।

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here