আপনি যদি চান তাহলে আপনি আপনার ফেসবুক একাউন্টের জন্য ২টি পাসওয়ার্ড বানিয়ে রাখতে পারবেন এবং উভয় পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন।
.
একটি হলো আপনার মূল পাসওয়ার্ড আরেকটি হলো অ্যাপ পাসওয়ার্ড যা দ্বিতীয় পাসওয়ার্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন..
.
তো আপনার ফেসবুকের আইডির দ্বিতীয় পাসওয়ার্ড তৈরি করার জন্য সর্বপ্রথম ফেসবুকে প্রবেশ করে account setting>security and Login তারপর use two factor authentication>app password ক্লিক করুন-
.
দেখবেন আপনার ফেসবুক password চাচ্ছে password দিয়ে continue ক্লিক করুন-
.
তারপর Generate app password ক্লিক করুন-
.
বক্সে যেকোনো একটা নাম লেখে continue দিন দেখবেন একটা কোড পাবেন- য়েমন –XYRBKLI43
.
এই কোডটাই আপনার দ্বিতীয় পাসওয়ার্ড। এটা দিয়ে আপনে এখন যেকোনো একটা ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট দিয়ে আপনার ফেসবুক আইডিতে লগইন করতে পারবেন
.
বন্ধ করবেন যেভাবে
.
এটা অফ করতে আবার একই ভাবে account setting>security and Login>use two factor password>app password-এ গিয়ে আগের মতই পাসওয়ার্ড দিয়ে

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here