আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ,আপনাদের দোয়ায় আমিও ভালই আছি। অনেকেরই নাকি ANDROID 7.0 NOUGAT ভার্শনের ফোনে SCREEN RECORDER চালাতে পারতেছেন না??
আসলে শুধু আপনারা না। আমিও সচরাচর আগের ফোনগুলোতে যেই স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে কাজ করেছি সেই স্ক্রিন রেকর্ডারগুলো আমার এন্ড্রয়েড ন্যুগ্যাট ভার্শনে কাজ করতেছে না। তাহলে কি আর করার? স্ক্রিন রেকর্ড কি আর করতে পারবো না??
আরে কে বলেছে পারবেন না? অবশ্যই পারবেন। আমরা আছি তো আপনার পাশে। প্রথমে সেই প্রব্লেম ফিক্স করার জন্য প্রায় ৪ঘন্টা চেষ্টা করলাম। কিন্তু সেটার কোনো সমাধান পাই নি। এরপর du screen recorder থেকে শুরু করে সকল পপুলার স্ক্রিন রেকর্ডার দিয়ে চেষ্টা করলাম সেখানেও ব্যর্থ।
এরপর খুঁজে পেলাম সেই সোনার হরিণ। এপ্সটির নাম
Apowersoft Screen Recorder
সত্যিই খুবই পাওয়ার ফুল স্ক্রিন রেকর্ডার এটা… তাই দেরই না করে এখনই উপরের লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
ভাল লাগলে পোস্ট টি শেয়ার করুন।
ক্রেডিটঃ itdoctor24.com