নিরাপত্তার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা ব্রাউজার গুগল ক্রোমের মূল দূর্বলতা এক্সটেনশন। আবারও সেই এক্সটেনশন ধরা পড়েছে ব্রাউজারটিতে।
‘টিয়েমপো এন কলম্বিয়া এন ভিভো’ নামক একটি এক্সটেনশন গুগলের এক্সটেনশন লাইব্রেরিতে প্রায় ১৯ দিন ধরে লুকিয়ে ছিল। যা ব্যবহারকারীদের ক্রোমে যুক্ত করা হলে নিজ থেকেই নানা প্রকার ইউটিউব ভিডিওর পেইজে নিয়ে যেত এবং তথ্য চুরিতে লিপ্ত ছিল।
সবচাইতে ভয়ংকর ব্যাপার হচ্ছে, এক্সটেনশনটি সরানো যাতে সহজ না হয় সেজন্য এক্সটেনশনস পেইজটিকেই রিডিরেক্ট করে দেয় এই এক্সটেনশন।
আর আশঙ্কাজনক ঘটনা হচ্ছে, গুগল শুধু এরূপ ক্ষতিকর এক্সটেনশন তাদের ক্রোম স্টোরে ঢোকার অনুমতি দেয়নি, ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে অবহিত করার পরও সেটি সরিয়ে নিতে ১৯ দিন দেরি করেছে।
এক্সটেশনটির ক্ষতিকর দিকটি প্রথমে নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটসের নজরে আসে। তাদের ভাষ্য অনুযায়ী, এক্সটেনশনটি দূর করার জন্য অ্যান্টিম্যালওয়্যার প্রোগ্রামের প্রয়োজন হতে পারে।
ম্যালওয়্যার সরানোর ব্যাপারে গুগলের উদাসীনতার প্রমাণ বার বারই পাওয়া যাচ্ছে, অতএব এক্সটেনশন ব্যবহারে সচেতনতা জরুরি।
সূত্রঃ আরসটেকনিকা
প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।