প্লে-স্টোর থেকে সাত লাখ অ্যাপ সরিয়েছে গুগল

25
298

গত বছর প্লেস্টোর থেকে সাত লাখ অ্যাপ সরিয়েছে গুগল। কারণ এসব অ্যাপে ছিল বিভিন্ন ক্ষতিকর কোড। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নীতিমালা ভঙ্গ করায় ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ৭০ ভাগ বেশি অ্যাপ সরানো হয়েছে।

গুগল প্লেস্টোরের পণ্য ব্যবস্থাপক অ্যান্ড্রু অ্যান এক ব্লগ পোস্টে লিখেছেন, শুধু এবারই বেশি করে বাজে অ্যাপ সরানো নয়, আমরা আগেও বাজে অ্যাপ শনাক্ত ও ব্যবস্থা নিয়েছি। কেউ ইনস্টল করার আগেই শতকরা ৯৯ ভাগ বাজে কনটেন্টযুক্ত অ্যাপ শনাক্ত ও বাতিল করা হয়েছে।

বাজে অ্যাপ শনাক্ত করা ও বারবার গুগলের অ্যাপ নীতিমালা ভঙ্গকারীকে শনাক্ত করার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত বছরে এক লাখ অ্যাপ নির্মাতার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

মেশিন লার্নিং মডেল ও পদ্ধতি ব্যবহার করে ম্যালওয়্যার বা অনুপযুক্ত কনটেন্টগুলোকে শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনেক ভুয়া ও নকল অ্যাপ আছে যা পরিচিত অ্যাপগুলোর ছদ্মবেশে থাকে। এসব অ্যাপ ডাউনলোড করা হলে তথ্য চুরিসহ নানা ঝামেলায় পড়েন ব্যবহারকারী। অবৈধ কার্যক্রম, সহিসংতার মতো বিষয়গুলো গুগলের উন্নত মেশিন লার্নিং শনাক্ত করে তা বাতিল করতে পারে। তখ্যসূএ:আইটিডক্টর২৪.কম

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here