সিকিউরিটি কনফারেন্সে ইথিক্যাল হ্যাকাররা

24
391

বিটলস সাইবার সিকিউরিটির আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো দেশীয় ইথিক্যাল হ্যাকারদের সিকিউরিটি কনফারেন্স হ্যাকট্যাগ ২০১৭ ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করা ইথিক্যাল হ্যাকাররা একটি প্রতিযোগিতায় (সিটিএফ) অংশগ্রহণ করেন। ওই প্রতিযোগিতায় হ্যাকারদেরকে সাইবার নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধান করার পাশাপাশি সিস্টেমের নিরাপত্তা ত্রুটি বের করতে বলা হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন হ্যাকারকে পুরস্কৃত করে বিটলস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এখনই কাজ করতে হবে। সকল হ্যাকার গ্রুপের মধ্যে সমন্বয় না থাকার কারণে এ কাজে গতি আসছে না। বিটলস এ ক্ষেত্রে সমন্বয়ের কাজ করছে।

সেখানে ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্রাটেজিক অফিসার সুমন আহমেদ সাবির, বিটলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকিত হালিম, পরিচালক নাহিদুল কিবরিয়া, শাহী মির্জা, তারেক সিদ্দিকীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here