প্রথম সাবমেরিন ক্যাবল বন্ধ, তাই ইন্টারনেটের ধীর গতি…

25
350
দেশে ইন্টারনেটের গতি ধীর হয়ে পড়েছে। সোমবার মধ্যরাতে মেরামতের জন্য দেশের প্রথম সাবমেরিন ক্যাবল বন্ধ করার পর ইন্টারনেট গতি ধীর দেখা যাচ্ছে। বিভিন্ন স্থান হতে ইন্টারনেট ব্যবহারকারীরা এই গতির সমস্যার কথা জানিয়েছেন।

ক্যাবলটি ২৬ অথবা ২৭ অক্টোবর পর্যন্ত এই মেরামত কাজ চলবে। ফলে এই সময়ে দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে বলে আগেই জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি বিএসসিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান।

গত ১২ বছরের মধ্যে এই প্রথম ক্যাবলটি শাটডাউন হলো।

যদিও পরিস্থিতি সামাল দিতে ফ্রান্স হতে এক মাসের জন্য ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ কিনছে বিএসসিসিএল। আর এতে রাষ্ট্রায়ত্ব কোম্পানিটির খরচ হবে প্রায় ২০ হাজার ডলার (১৬ লাখ টাকা)।

তবে এই ব্যান্ডউইথ পাওয়ার পরেও দেশে সংকট থেকেই যাচ্ছে ।

২৭ অক্টোবর পার হওয়ার পরও slow internet speed problem এ ভোগছেন অনেক এলাকার ব্যাবহারকারী।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here