★নি:ষ্পাপ বন্ধন★

22
329

.
:-এই তুই কি করিস?
:-কিছু না।Lovely Valentines Day sms - Love sms
:-কিছু না মানে? দেখি।
:-না দেখাবো না।
:-কি দেখাবি না মানে দে বলছি।
:-না দিবো না।
:-আবার।আবার তুই গেইম খেলিস?
:-না একটু।
:-একটু দাড়া।
:-হুম।
:-মা-মা-মা।
:-প্লিজ মা কে বলিস না।
:-আচ্ছা।
:-এইতো আমারর লক্ষি আপু।
:-হুম পাঁজি ভাইয়া আমার।
:-কি বললি আমি পাঁজি?
:-হু।
:-মা -মা-মা.
:-এহ শুধু ম্যা ম্যা করে।
:-দাড়া তোর একদিন কি আমারর একদিন।
:-হুম।
:-যাহ।
:-আচ্ছা।
নীলা আর আবির দুই ভাই ও বোন।
নীলা আবিরের দুই বছরের বড়।
বাবা,মা,নীলা এবং আবির কে নিয়েই রাশেদ সাহেবের এই পরিবার।
প্রতিদিনের মত আজও নীলা আর আবির তাদের খুনশুটি চালিয়ে যাচ্ছিল।
:-আপু তুই কেমন মন খারাপ করে থাক কেন?
:-কোথায়।
:-এই যে, আমি বুঝিনা মনে কর।
:-নারে ভাই এমনি।
:-কি এমনি.
:-কিছু না (বলেই কেঁদে উঠলো)
:-কাঁদিস কেন আপু?
:-এমনি ভাইয়া।
আর কয়েক দিন পরই নীলার বিয়ে।
বিয়ের পর এই পরিবার ছেড়ে চলে যেতে হবে অন্য একটা নতুন পরিবার এ। কি হবে সে ভেবে না বরং আবিরের কথা ভেবে।
খুব একা হয়ে পড়বে ভাইটা।
বিয়ের দিন……
আজ নীলার বিয়ে। রাশেদ সাহেব সহ সবাই বর যাত্রীরর কাছে চলে গেছে।
সমস্ত বাড়িতে একক আনন্দ মুহূর্ত কিন্তু সকলের চোখের আড়ালে নিরবে চোখের।পানি ফেলে যাচ্ছে নীলা।
:-এই অধরা আবির কোথায়.?(নীলা)
:-বলতে পারবো না।
:-কি? আচ্ছা তাই।
:-হ্যা।
কেউ বলুক আর নাই বলুক নীলা জানে আবির কোথায় থাকতে পারে।
মন খারাপ হলেই আবির চলে যায় তার প্রিয় ঘড়ে।
:-এই আবির।
:-আপু
:-কিরে কাঁদছিস কেন?
:-আপু তুই চলে যাবি আমাকে ছেড়ে?
:-নারে ভাই আমি কোথাও যাবো না
:-প্লিজ আপু আমাকে ছেড়ে কোথাও যাস না।
:-আমি যাবো না।
:-তোকে ছাড়া আমি বাচবোনা আপু।
:-আমিও তোকে ছাড়া থাকতে পারবো না।
:-হুম।
:-চল।
:-হ্যা চল।
দুজনেই কান্নাতে জড়িয়ে গেছে।কিন্তু কিছুই করার নেই বাস্তব বড়ই কঠিন।
বিয়ে শেষে……
:-আপু তুই চলে যাচ্ছিস?
:-না ভাইয়া।
:-হ্যা তুই চলে যাচ্ছিস।
:-না।
:-আপু আমি আর তোর মোবাইল দিয়ে গেমস খেলবো না।আর তোর চুল ধরে টানবো না। আর তোকে জ্বালাবো না প্লিজ আমাকে ছেড়ে যাস না।
:-আমি চলে আসবো।
:-না তুই যদি যাস তবে আমি রাগ করবো কার সাথে?
:-আমি আমি আমি জাবোনা।
:-আপু আমি তোকে অনেক অনেক ভালবাসি।
:-আমিও তোকে অনেক অনেক ভালবাসি।
:-হুম।
★অবশেষে চলে যায় নীলা।কিন্তু থেকে যায় কিছুটা রাগ অভিমান আর কিছুটা নি:শ্বাস।
বি:দ্র: আমার কোন ভাই/বোন নেই তাই জানিনা ভাই বোনের সম্পর্ক টা কেমন হয়?
কিন্তু অন্যদের দেখলে মনে আমি ই যেন সব থেকে অসহায়

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here