502,404,403 বিভিন্য এরর ম্যাসেজ এর মানে কি? ইন্টারনেটের কিছু সাংকেতিক বার্তার অর্থ

25
341
example-error

সালাম সবাইকে। আমি একজন নতুন টিউনার। প্রথম টিউনে সবাইকে স্বাগতম। ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন বার্তা চোখেপড়ে। প্রতিতার আলাদা কিছু অর্থ আছে। বার্তা গুলো যেমন 502 Bad Gateway, 404 Not Found, 403 Forbidden, 400 Bad Request, 4xx Client Error, continue, 408 Request Timeout, 415 Unsupported Media Type, 450 Blocked by Windows Parental Controls, 500 Internal Server Error ইত্যাদি।

example-error

অনেকেই জানেন না এসব বার্তার প্রকৃত অর্থ। এ রকমই কিছু সাংকেতিক বার্তার অর্থ জেনে নিন:

  • 502 Bad Gateway: এটি দিয়ে বোঝানো হয়, ওই ওয়েবসাইট যে সার্ভারে রাখা আছে তা প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল। ডাউনস্ট্রিমে ত্রুটিপূর্ণ সাড়া পেয়েছে।
  • 413 Request Entity Too Large: ধারণ ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ রিকোয়েস্ট সার্ভারে পাঠানো হয়েছে।
  • 204 No Content: ওই সার্ভারে কোনো উপাদান (কন্টেন্ট) পাওয়া যায়নি।
  • 203 Non-Authoritative Information (since HTTP/1.1) : সার্ভার যে তথ্য দিচ্ছে তা অন্য কোনো সূত্র থেকে আসছে ।
  • 403 Forbidden: সার্ভার অনুরোধ গ্রহণ করেনি।
  • 400 Bad Request: অনুরোধ কার্য যথাযথ প্রক্রিয়ায় হয়নি।
  • 404 Not Found: বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে পরে পাওয়া যেতে পারে।
  • 410 Gone: বর্তমানে পাওয়া যায়নি এবং পরেও পাওয়া যাবে না।
  • 408 RequestTimeout: সার্ভারে অনুরোধের সময় অতিক্রম করলে এই বার্তা আসবে।

এছারাও আছে শত শত এরর ম্যাসেজ। তবে সব গুলো আমরা সকলে হয়ত সচারচর দেখে থাকি না। তাই আমি সবথেকে কমন কিছু শেয়ার করেছি। ধন্যবাদ।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here