নাসায় চাকরি

10
279

স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ অংশগ্রহণের মাধ্যমে চাকরির সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা- নাসা। এজন্য দ্বিতীয়বারের মতো বাংলাদেশে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীরা নাসায় চাকরির সুযোগ পাবেন। নিবন্ধনের নিয়ম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) স্টুডেন্টস ফোরামের ওয়েবসাইটে গিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে। ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ সম্পর্কে তথ্য আদান প্রদানের লক্ষ্যে বাংলাদেশের ৬৪টি জেলায় ১০০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিনার করবে বেসিস। এ ছাড়া প্রতিযোগিতা সম্পর্কিত কোনো তথ্যের জন্য ই-মেইল করা যাবে120 [email protected] এবং [email protected] ঠিকানায়। নিবন্ধন শুরু: ২২ ফেব্রুয়ারি ২০১৬ যোগ্যতা নাসার প্রতিযোগিতায় জয়ী হতে টিম সমন্বয়, যোগাযোগে; বিশেষ করে ভাষার দক্ষতা ও বাজেট সমন্বয়ের বিষয়টিতে অধিক গুরুত্ব দেওয়া হবে। বিমান চালনবিদ্যা, স্পেস স্টেশন, সোলার সিস্টেম, তথ্যপ্রযুক্তি, পৃথিবী ও মঙ্গল গ্রহে যাওয়ার বিষয়ে বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা নিয়ে হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতার সময়: ২৪ এপ্রিল ২০১৬ প্রতিযোগিতা নাসা আয়োজিত এ প্রতিযোগিতা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বড় পরিসরে আয়োজিত হচ্ছে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এই আয়োজনে আসবেন ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারাও।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here