মাইক্রোসফট একজন হ্যাকারকে ৮০ লাখ টাকা পুরস্কার দিল

0
70
hacker

অনলাইনে এখন অনেক হ্যাকার আছে। এবং বাংলাদেশী হ্যাকার কিন্তু পৃথিবীর সব জায়গায় অনেক পরিচিত হয়ে পরেছে বিশেষ করে সাইবার হামলার পর থেকে। এবার মাইক্রোফসটের সফটওয়ারে নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করায় একজন হ্যাকিং বিশেষজ্ঞকে ১ লাখ ডলারেরও বেশি বা প্রায় ৮০ লাখ টাকা পুরস্কার দেয়া হচ্ছে। তবে সেই হ্যাকার বাংলাদেশী নয় দুখের বিষয়।

hacker

কোনো হাই-টেক কোম্পানি এর আগে অন্য কোনো হ্যাকারকে এতো বিপুল অর্থ পুরস্কার দেয়নি। খবর রয়টার্স’র। লন্ডনভিত্তিক সফটওয়ার নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান কনেটক্সট ইনফরমেশন সিকিউরিটির ঝুঁকি বিষয়ক গবেষণার প্রধান জেমস ফরশোকে মঙ্গলবার এই পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

তার পরামর্শ অনুসারে এখন পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাবে মাইক্রোসফট। এর আগে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ইলেভেন ব্রাউজারের নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করে ফরশো ৯ হাজার ৪০০ ডলার পুরস্কার পেয়েছিলেন। হ্যাকারদের আক্রমন থেকে সফটওয়ারের নিরাপত্তা জোরদারে মাইক্রোসফট চার মাস আগে এই পুরস্কার ঘোষণা করে।

Comments

facebook comments

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)