আপনার নিজের মোবাইল নাম্বার দিয়ে ইন্টারনেট থেকে ফ্রী SMS পাঠান ( যেকোনো দেশে )

12
336

জের ধারাঃ

১.ফ্রী SMS পাঠানোর জন্য আপনাকে আপনার মোবাইল থেকে www.binu.com অথবাwww.m.binu.com এ প্রবেশ করুন ।

.এবার এখান থেকে মোবাইলের ক্যাটাগরি অনুযায়ী Binu সফটওয়ারটি Download করুন।

৩.এবার সফটওয়ারটি Open করুন এবং HOME অপসন থেকে My account সিলেক্ট করুন এবং আপনার  একটি Account খুলুন ।

৪.। নিচে দেখুন Send Conformation Code to Your Mobile লেখা আছে ।

৫.আপনার মোবাইলে একটি Conformation Code সহ SMS আসবে ।

৬. Code টি দিয়ে Account কনফার্ম করুন ।

৭. এবার Massege/Send SMS/Use Credit থেকে SMS পাঠান ।আপনার নিজের মোবাইল নাম্বার দিয়ে ইন্টারনেট থেকে ফ্রী SMS পাঠান ( যেকোনো দেশে )

 

বি.দ্রঃ সপ্তাহে ১৫ টি SMS পাঠাতে পারবেন। তবে Use Credit ব্যাবহার না করে যদি Send Free SMS ব্যাবহার করেন তবে যত খুশি তত SMS পাঠাতে পারবেন কিন্তু আপনার নাম্বার না যেয়ে বিদেশি নাম্বার যাবে।

আমার মতে Operamini ছাড়া কোন মোবাইল যেমন অসম্পূর্ণ থেকে যায় তেমনি এই Binu সফটওয়ার ছাড়াও মোবাইল অসম্পূর্ণ থেকে যায় । Use করলেই বুজতে পারবেন এটা দিয়া আর কি কি করা যায় ।

ভালো থাকবেন.. TrickBDNo1.com-র সাথে ..থাকবেন

আমি

           আব্দুল্লাহ আল জোবায়ের সাকিব

 আবার আসিবো ফিরে

   trickbdno1.com এ New Post এ আপনাদেরই ভিরে।

 

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here