ইন্টারনেট ছাড়াই চ্যাটিং সুবিধা দিতে আসছে চ্যাট সিম
কোনো খরচ ছাড়াই ব্যবহার করতে পারবেন হোয়াটস অ্যাপ, ফেসবুক। যেকোন চ্যাটিং অ্যাপ ব্যবহার করা যাবে বিনামূল্যে। আসছে এমন চ্যাটিং সিম। এই চ্যাটিং সিমে লাগবে না ইন্টারনেটও।
পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে একটা নম্বর ব্যবহার করেই বিনামূল্যে চ্যাট করার সুবিধা মিলবে এতে। কাটবে না রোমিংও, না কোনো ভাওতা নয়। বাজারে আসছে চ্যাট সিম। এক বছরের প্যাকেজ, যেখানে খুশি যান, যত খুশি চ্যাট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
ট্রেনে, বাসে, বিমানে চেপে একপ্রান্ত থেকে অন্য কোনো প্রান্ত যাওয়ার পথে কাছের মানুষ আর কাজের মানুষ দুই থেকেই দূরত্ব তৈরি হয়।মন না চাইলেও নেটওয়ার্ক সমস্যা, তার ওপর রোমিংয়ে পকেটে চাপ! চ্যাট সিম ব্যবহার করলে সমস্ত প্রতিবন্ধকতা থেকে একেবারে মুক্ত গ্রাহক। লাইন, ইমো, ফেসবুক ম্যসেঞ্জার, উইচ্যাট, টেলিগ্রাম, বিবিএম, হোয়াটস অ্যাপ, কিউ কিউ, কাকাও টক, হাইক-পৃথিবীর সমস্ত ইউসার ফ্রেন্ডলি ও বহুল প্রচলিত চ্যাট অ্যাপ বিনা মূল্যে কোনো ইন্টারনেট ছাড়াই।
আশা করি আপনারা এই পোস্ট থেকে উপকৃত হবেন এবং নিচে Share বাটনে ক্লিক করে অন্যদের সাথে শেয়ার করবেন।
Website প্রচারের জন্য অথবা আপনার জন্য কিংবা আমাদের জন্য নতুবা তাদের জন্য Share করে Internet জগতের সবভাইকে জানার সুযোগ দিন
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,TrickBDNo1.com এর সাথেই থাকুন।