আসসালামুআলাইকুম।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।যাহোক, প্রিয় পাঠক বৃন্দ, আজকে আমার টিউনটি হচ্ছে সাধারণজ্ঞান পড়াশুনা বিষয়ক।তাহলে নিচের থেকে পড়তে থাকুন।
পার্ট ০১
১।বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস হয় >>> ২৯ মার্চ ২০০৯ ইং।
২।বাংলাদেশের White Gold >>> চিংড়ি।
৩।সংবিধানের যে অনুচ্ছেদে ‘নারীরা রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা হয়েছে >>> ২৮(২) অনুচ্ছেদে।
৪। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে >>> ১৬ বার।
৫। মুজিবনগর যে জেলায় অবস্থিত >>> মেহেরপুর।
৬। ‘সাবাস বাংলাদেশ’ ভাস্করটি অবস্থিত >>> রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৭। ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে >>> উন্নতজাতের গমের নাম।
৮। ‘আলোকিত মানুষ চাই’-এটি যে প্রতিষ্ঠানের শ্লোগান >>> বিশ্বসাহিত্য কেন্দ্র।
৯। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত >>> সোনারগাঁ।
১০। ‘গম্ভীরা’ বাংলাদেশের যে অঞ্চলের লোকসঙ্গীত >>> চাঁপাইনবাবগঞ্জ।
১১। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম >>> বরিশাল।
১২। ‘সাগরকন্যা’ যে এলাকার ভৌগলিক নাম >>> কুয়াকাটা,পটুয়াখালী।
১৩। ৬-দফা দাবি উত্থাপিত হয় >>> লাহোর,পাকিস্তান।
১৪। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন >>> লর্ড কার্জন।
১৫। বিতর্কিত দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত >>> হাড়িয়াভাঙ্গা।
১৬। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বোন >>> সুন্দরবন।
১৭। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে >>> গোয়ালন্দ।
১৮। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো কর্তৃক গৃহীত হয় >>> ১৭ নভেম্বর ১৯৯৯।
১৯। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে >>> ২৬ জুন ২০০০।
২০। ‘হাওর বেসিন’ >>> সিলেট।
পার্ট ০২
১। ইউরোপের রুগ্ন মানুষ >>> তুরস্কের লোক।
২। বৈকাল হ্রদ অবস্থিত >>> রাশিয়ায়।
৩। বুর্জ খলিফা ভবনটি অবস্থিত >>> দুবাই,সংযুক্ত আরব আমিরাত।
৪। রুটির ঝুড়ি >>> উত্তর আমেরিকার প্রেইরি।
৫। সরু রাষ্ট্র >>> চিলি।
৬। ছোট রাষ্ট্র >>> ভ্যাটিকান সিটি।
৭। ছিদ্রায়িত রাষ্ট্র >>> ইতালি।
৮। ভেনিস শহর অবস্থিত >>> ইতালিতে।
৯। ইউরোপের রণক্ষেত্র >>> বেলজিয়াম।
১০। বসরা,বোস্তাম,জিলান কোন দেশের শহর >>> ইরাক।
১১। বজ্রপাতের দেশ >>> ভুটান।
১২। ভূমিকম্পের দেশ >>> জাপান।
১৩। সমুদ্রের বধু >>> গ্রেট ব্রিটেন।
১৪। কিউই বলা হয় >>> নিউজিল্যান্ডের অধিবাসীদের।
১৫। ক্যানবেরা,সিডনি,মেলবোর্ন যে দেশের শহর >>> অস্ট্রেলিয়া।
১৬। পৃথিবীর সবথেকে বড় মরুভূমি >>> সাহারা,আফ্রিকা।
১৭। সোনার জন্য বিখ্যাত আফ্রিকা মহাদেশের যে শহর >>> জোহানসবার্গ।
১৮। ‘আল আজহার’ বিশ্ববিদ্যালয় অবস্থিত >>> মিশর।
১৯। পিরামিডের দেশ >>> মিশর।
২০। অটোয়া যে দেশের শহর >>> কানাডা।
পার্ট ০৩
১। পারমাণবিক বোমার জনক >>> রবার্ট ওপেন হেইমার।
২। শ্বেতহস্তীর দেশ >>> থাইল্যান্ড।
৩। শ্বেতভল্লূকের দেশ >>> রাশিয়া।
৪। সূর্যোদয়ের দেশ >>> জাপান।
৫। সমুদ্রের বধূ >>> গ্রেট ব্রিটেন।
৬। সাদা রাশিয়া >>> বেলারুশ।
৭। বিশ্বের বৃহত্তম ক্রীড়াআসর >>> অলিম্পিক গেমস।
৮। যে মাছ উড়তে পারে >>> উড়ুক্কু মাছ।
৯। যে পাখি বরফে বাস করে >>> পেঙ্গুইন।
১০। ভুটানের জাতীয় পাখি >>> কাক।
পার্ট ০৪
১। যে গাছ সবচেয়ে বেশিদিন বাঁচে >>> ব্রিস্টলকোন পাইন (প্রায় ছয় হাজার বছর)
২। যে গাছ সবচেয়ে বেশি ফল দেয় >>> আখরোট।
৩। যে প্রাণী একচোখ খোলা রেখে ঘুমায় >>> ডলফিন।
৪। যে মাছ শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে >>> বৈদ্যুতিক বাইম (ইলেকট্রিক ঈল)
৫। যে প্রাণী চোখ-কান দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় >>> হরিণ।
৬। যে প্রাণী দুচোখ খোলা রেখে ঘুমায় >>> মাছ।
৭। যে প্রাণী দাড়িয়ে ঘুমায় >>> ঘোড়া,হাতি,জিরাফ।
৮। যে পাখি পানির উপর দিয়ে হাটতে পারে >>> ওয়েস্টার্ন গ্রেব।
৯। যে পাখির লেজ নেই >>> কিউই।
১০। যে মাছ বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধারণ করে >>> ব্যাঙ মাছ।
পার্ট ০৫
১। BCD কোডে বিটের সংখ্যা ৪ টি।
২। IC প্রথম ইউজ হয় >>>তৃতীয় প্রজন্মের কম্পিউটার।
৩। VESA >>> Vedio Electronic Standard Architecture.
৪। ওরাকল >>> এক ধরনের ডাটাবেজ প্রোগ্রাম।
৫। মোবাইল ফোনের জনক বলা হয় >>> মারটিন কুপারকে।
৬। বিশ্বের প্রথম স্মার্টফোন >>> আই বি এম সাইমন।
৭। অপটিক্যাল ফাইবার ডেটা পরিবহন করে >>> বারবার আলয়র পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে।
৮। ASCII >>> American Standard Code for Information Interchange.
৯। LAN >>> Land Area Network/// Local Area Network.
১০। মোডেমের মধ্যে থাকে >>> একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
১১। HTML >>> Hyper Text Markup Language.
১২। কোনও ইমেইল ঠিকানায় অবশ্যই থাকতে হবে >>> @
১৩। BCC >>> Blind Carbon Copy.
১৪। সর্বপ্রথম ওয়ারলেস Communications এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন >>> ইতালির বিজ্ঞানী মারকনি।
১৫। প্রোগ্রাম রচনা করা সবচেয়ে কঠিন >>> মেশিনের ভাষায়।
(সংগৃহীত)
ধৈর্য সহকারে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন সবাই।