আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি।
হেড লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি।
মনে করুন আপনি জাল টাকা চিনেন না, কেউ একজন আপনাকে জাল টাকা দিল, আপনি সেই টাকা দোকানে দিতে গিয়ে ধরা পড়লেন। কেউ কিন্তু বিশ্বাস করবে না যে আপনি আপনি জাল টাকা চক্রের সাথে জড়িত নন। আপনাকে পুলিশে দেবে। বুঝুন কেমন পরিস্থিতিতে পড়বেন। অন্যায় না করেও সাজা পেতে পারেন।
এমন পরিস্থিতি মোকাবেলায় আজকে আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করব যা থেকে জাল টাকা সনাক্ত করার উপায় পাবেন। জাল টাকা চেনার উপায় নামের এপটিতে আসল টাকার সকল প্রকার বৈশিষ্ট্য ছবিসহ দেয়া আছে। যা থেকে আপনি সহজেই নকল টাকা ও আসল টাকার পার্থক্য বুঝতে পারবেন। ফলে কেউ নকল টাকা দিল ধরা পড়ে যাবে।
Additional information
Requires Android: এপটি ব্যবহার করতে ২.৩ বা এর উপরের এন্ডয়েড দরকার।
সাইজঃ মাত্র ৪.১ এমবি।
আপ্সটি ডাওনলড করতে ক্লিক করুন :
ডাউনলোড পদ্ধতি : লিংটিতে প্রথমে ক্লিক করুন।তার পর free dawnload এ ক্লিক করুন।এবার একটি capcha কোড পুরন করতে বলবে।পুরন করার পর dawnload এ ক্লিক করুন।যদি capcha কোড না আসে তবে একবার পিছনে ফিরুন,আবার free dawnload এ ক্লিক করুন এবার capcha আসবেই ব্যাস তারপর ….ডাউনলোড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি, আর উপভোগ করুন আপ্সটির মজা।
ডাউনলোড করার পর ইন্সটল করলে আপনি সব কিছু নিজে নিজেই বুঝতে পারবেন।
আসা করি আপ্স টি সবার ভাল লাগবে।
আপনার মোবাইলের ব্লটুথ on করুন। এবং অপনার বন্দুর মোবাইলের ব্লটুথ on করুন। এবং এপ্লিকেশনটি ওপেন করুন।
ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। টেকটিউনে থাকা জন্য আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
বিদ্র: গাছকে নয় ফলকে বিশ্বাস করুন। ওকে সবাই ভাল থাকবেন সুস্থ।