ফোনের স্ক্রিন অন অফ করুন পাওয়ার বাটন ছাড়াই

25
432

ফোনের স্ক্রিন অন অফ করুন এবার পাওয়ার বাটন ছাড়াই। এবার থেকে আর ফোনের স্ক্রিন অন অফ করতে পাঅয়ার বাটন টিপতে হবে না। ফোন পকেটে রাখলেই অটোমেটিক ফোনের স্ক্রিন এর পাওয়ার অফ হয়ে যাবে। আবার ফোন পকেট থেকে বের করলে অটোম্যাটিক ফোনের পাওয়া অন হয়ে যাবে। এমনকি ফোনে ফ্লিপ কভার থাকলে সেই কভার দিয়েও ফোনের স্ক্রিনের পাওয়ার নিয়ন্ত্রন করা যাবে এই অ্যাপ এর সাহায্যে।অ্যাপটির নাম Gravity অ্যাপ। এছাড়াও কত ডিগ্রী কোণে রাখলে স্ক্রিন অফ হবে এই অপশনটিও রয়েছে অ্যাপটিতে। বলতে গেলে অসাধারন একটি অ্যাপ।
অ্যাপটিতে বিভিন্ন ধরনের ফাংশন আছে জা আপনাদের ভাল লাগবে।এই অ্যাপ এর মাধ্যমে অনেক ধরনের কাজই করা যায়।
অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড করতে

এই লিঙ্কে ভিজিট করুন।

লিঙ্কে গিয়ে Slow Download এ ক্লিক করুন।

Gravity
Gravity

এবার Captcha Code টি দিন সঠিক ভাবে।

Gravity
Gravity

এখন Download Link এ ক্লিক করুন।

Gravity
Gravity

পরের পেইজ এ দেখবেন অ্যাপটির নাম আছে। এখন অ্যাপটির নাম এ ক্লিক করলেই অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে।
ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ইন্সটল করুন এবং ব্যবহার করুন দারুন এই অ্যাপটি। আশা করছি অ্যাপটি ডাউনলোড করতে এবং ইন্সটল করতে কোন ধরনের অসুবিধা হবে না।
এবার আর আপনার ফোনের স্ক্রিন অন অফ করতে পাওয়ার বাটনে চাপতে হবে না।ফোনের পাওয়ার বাটন নষ্ট হওয়ার ঝুঁকিও অনেকটাই কমে গেল।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here