সাম্প্রতিক সময়ে চাকরির পরীক্ষা বা শ্রেণির পরীক্ষা উভয়েই সমসাময়িক বিষয় ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর রচনা থাকবেই। এসব রচনা তথ্য নির্ভর না হলে ভাল নম্বর পাওয়া যায় না। তাই সমসাময়িক বিষয় ও গুরুত্বপূর্ণ বিষয়ের রচনা কিভাবে তথ্য সমৃদ্ধ করে লেখা যায় ও এধরণের বেশ কিছু রচনা রয়েছে বই টিতে।
যে কোনো পরীক্ষার জন্য বাংলা রচনা Bangla Essays for Bank exam
বইয়ের নামঃ যে কোনো পরীক্ষার জন্য বাংলা রচনা Bangla Essays for Bank exam
সাইজঃ- 4 MB
পৃষ্ঠা সংখ্যাঃ-233
ফরম্যাটঃ পিডিএফ
টেক্স ফরম্যাটঃ ইউনিকোড