ইদানিং প্র্যাংক বা তামাশা ভিডিও বানাতে গিয়ে মানুষকে জব্দ করছে কিছু উঠতি কিছু ইউটিউবার। নিজেদের জনপ্রিয় করা আর সহজে টাকা কামানোর নেশায় গোপনে ধারণ করা এমন শত শত ভিডিও ছেড়ে দিচ্ছে ইন্টারনেটে। এতে অনেকেরই হচ্ছে প্রাইভেসি হরন আবার অনেকে হচ্ছেন বিব্রত

মূলত প্র্যাঙ্ক জনপ্রিয় বাইরের দেশে। সেখানে অনেকটা হাসিচ্ছলে এবং যাকে প্র্যাঙ্ক করা হচ্ছে তার অনুমতিতেই ভিডিও ক্লিপ আপলোড করা হয়। তাছাড়াও প্র্যাঙ্ক এর মাধ্যমে কম বেশি শিক্ষনীয় বিষয় উঠে আসে।

কিন্তু বাংলাদেশে এসে সেটার রুপরেখা পুরোপুরি ভিন্ন।

তাই বাংলাদেশের হাইকোর্ট এর এক রিট এর বিপরীতে একে দন্ডনীয় অপরাধ বলা হয়েছে। তার মানে এখন থেকে প্র্যাঙ্ক এর নামে কাউকে বিব্রত করলে জেল ও শাস্তির সম্মুখীন হতে হবে।

এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চ্যানেল ২৪ এর ভিডিও তে

http://facebook.com/1392155554186859

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here