চীনে বন্ধ হলো ভিপিএন!

    13
    322

    ব্যবহারকারীদের নির্দিষ্ট আওতার মধ্যে রাখতে এবার চীনে বন্ধ করা হচ্ছে ভিপিএন। এর ফলে আগে যারা ভিপিএন ব্যবহার করে নিজেদের খুশিমতো ওয়েবসাইট ভিজিট করতো তাদের ব্যবহারে লাগাম পড়বে।

    চীনের মতোন উন্নত রাষ্ট্রেও ইন্টারনেট ব্যবহারে আছে নানা বিধিনিষেধ। গুগল-জিমেইল-ফেসবুক-টুইটারসহ অনেক জনপ্রিয় ওয়েবসাইটকে ব্লক করে রেখেছে দেশটি। কিন্তু তারপর ও ভিপিএন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট গুলো ব্যবহার করে আসছিলো। আর তাই সে সুবিধাও বন্ধ করে দিচ্ছে দেশটি। কিছুদিন আগে দেশটির নীতিনির্ধারকরা ভিপিএন বন্ধের বিষয়ে একমত হন। সেই সিদ্ধান্তের ই হাত ধরে গতকাল থেকে অ্যাপল তাদের চায়না স্টোর থেকে ভিপিএন অ্যাপস সরিয়ে নেওয়া শুরু করেছে।

    তবে এই বিষয়ে অসন্তুষ্ট অনেকেই। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা জানান তারা রিসার্চ এর জন্য বহিঃ বিশ্ব থেকে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন না। সাধারণ মানুষদের মধ্যেও এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

    অ্যপস রিমুভের পর অ্যাপেলের নোটিফিকেশন-

    13 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here