ইউটিউব পরিবর্তন আনল লোগো ও ফিচার এ

24
516

জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই বছরের শুরুতে ইউটিউব ডেক্সটপ ভার্সনে কিছু পরিবর্তন করেছিল। কিন্তু এইবার ইউটিউব অনেক পরিবর্তন নিয়ে এসেছে। লোগো পরিবর্তনের পাশাপাশি আরো অনেক নতুন অপশন আনা হয়েছে।

ইউটিউব তাদের লোগো পরিবর্তনসহ আরো অনেক কিছু পরিবর্তন করেছে। ইউটিউবের পুরাতন লোগোতে টিউব লেখাটি লাল এবং ভিতরের দিকে ছিলো। নতুন লোগোতে সেই টিউব সরিয়ে ইউটিউব লেখাটি কালো অক্ষরে পিছনে নেওয়া হয়েছে এবং ইউটিউবের বিখ্যাত প্লে বাটনের লোগো সামনে নিয়ে আসা হয়েছে।
ব্যবহারকারীর সুবিধার জন্য ইউটিউব ডেস্কটপ ভার্সনে আনা হয়েছে নাইট মুড অপশন। ব্যবহারকারী চাইলে ইউটিউব ব্যাকগ্রাউন্ড সাদার বদলে কালো করতে পারবে।
মোবাইলে লম্বাভাবে পুরো স্কিন জুড়ে ভিডিও দেখা যাবে। আগে তা চ্যাপ্টাভাবে দেখা যেতো। আগে ভিডিও দেখার সময় ইউটিউবের ব্যানার দেখা যেতো। এখন শুধুমাত্র তাদের লোগো থাকবে।
ব্যবহারকারীদের স্লোমোশন এবং স্পিডিভাবে ভিডিও দেখার জন্য নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারী স্লোমোশন এবং স্পিডি ভিডিও দেখার অনুভূতি পাবে।
এতদিন এটি শুধুমাত্র বেটা সংস্করণে ছিলো। ২৯ই আগস্ট থেকে তা বাংলাদেশে উন্মুক্ত করা হয়।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here