ইউএসবি/BlueTooth দিয়ে নেট শেয়ার করে নেট চালান,আপনার এন্ড্রোয়েড ফোন দিয়ে।কাজে লাগবে অবশ্যই দেখে নিন।

22
358

আশা করি সকলেই অনেক ভালো আছেন? এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন। এই কামনা রইলো।
আজ আপনাদের জন্য এমনটি একটি অ্যাপস শেয়ার করতেছি যেটা অলরাউন্ডারের মতো কাজ করবে ।
Software Name:FoxFi

কি কি করতে পারবেন তা হলো:-
☞ইউএসবি ইন্টারনেট (USB Internet)- ইউএসবি আপনার এন্ড্রোয়েড মোবাইল দিয়ে পিসি’তে ইন্টারনেট চালাতে পারবেন।

☞ব্লু-টুথ ইন্টারনেট (Bluetooth Internet)- ব্লু-টুথ ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট চালাতে পারবেন।

☞ওয়াইফাই ইন্টারনেট (WiFi Internet)- যারা ল্যাপটপ অথবা স্মার্টফোনে হটস্পট তৈরী করে ইন্টারনেট চালাতে চান ।
উপরের তিনটি কাজই করা যাবে । আর অ্যাপটিও সাইজে অনেক ছোট । কোন প্রকার রুট করার দরকার নেই ।
আশা করছি ছোট্টো এই অ্যাপসটি আপনাদের কাজে আসবে।তো ভালো লাগলে ডাউনলোড করে উপভোগ করুন।

[৫জন কমেন্ট করলে Software এর Dawnlod লিংক দিব।]

ধন্যবাদ,সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,TrickBDNo1.com এর সাথেই থাকুন।

 

আমি

           আব্দুল্লাহ আল জোবায়ের সাকিব

 আবার আসিবো ফিরে

   Trickbdno1.com এ নতুন টিউনে এ আপনাদেরই ভিরে।

 

 

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here