Life Hacks [পর্ব-১৩] :: ৫ টাকায় বানিয়ে নিন অসাধারন স্বয়ংক্রিয় গাড়ি (খুব সহজে)

22
332

এটি 22 পর্বের Life Hacks চেইন পোষ্টের 13 তম পর্ব

আসসালামু-আলাইকুম,

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

আমাদের সবার বাড়িতেই ছোট ছোট ভাই-বোন, ছেলে মেয়ে অথবা ভাগ্নে-ভাগ্নি রয়েছে। আর এই ছোট্ট ছেলে-মেয়েদের আবদারের শেষ নেই, আবার তাদের ছোট্ট একটা কিছু দিয়েই অনেক অনেক খুশি করা যায়। আসুন আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার আদরের কাউকে ৫ টাকায় বানিয়ে দিবেন অসাধারন একটা স্বয়ংক্রিয় গাড়ি।

যা যা লাগবে-

  • প্লাস্টিক বোতল
  • বেলুন
  • জুস স্ট্র

সবার বাড়িতে আশা রাখি বোতল রয়েছে, আর লাগবে ৪টি বোতলের কর্ক যা আমরা চাকা হিসেবে ব্যবহার করবো। আপনি এই ছোট গাড়ি বানিয়ে অনেক অনেক মজা পাবেন।

বেলুন বোতল খেলনা

আসুন তাহলে আমরা দেখি কিভাবে ৫ টাকায় বানিয়ে নিবেন অসাধারন স্বয়ংক্রিয় গাড়ি (খুব সহজে), ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখার পর যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন-

[youtube https://www.youtube.com/watch?v=8_EvK93Sd40?feature=oembed]

আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে   শেয়ার করবেন।

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here