ফুল ভিউ ডিসপ্লে নিয়ে হুয়াওয়ের নতুন ফোন

21
364
সম্প্রতি হুয়াওয়ে নতুন ফোনের জন্য চীনের স্বীকৃতদানকারী কর্তৃপক্ষ টেলিকমিউনিকেশন সার্টিফিকেশন সেন্টারের ছাড়পত্র সংগ্রহ করেছে।
জানা গিয়েছে, ফোনটির কয়েকটি ফিচারের মধ্যে রয়েছে ফুল ভিউ বড় ডিসপ্লে।
ফোনটিতে আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি গ্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৬১০*১০৮০ পিক্সেল। এই ফোনটির ডিসপ্লে হবে ফুল ভিউ। আর এটি যদি সত্যি হয় তবে এটিই হবে হুয়াওয়ের প্রথম ফুল ভিউ ডিসপ্লের কোন স্মার্টফোন।
হুয়াওয়ের ফ্লাগশিপ এই ডিভাইসটিতে কিরিন ৬৫৯ প্রসেসর ও ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হবে বলে তথ্য পাওয়া গিয়েছে। ফোনটির রম বা বিল্ট-ইন মেমোরি ৬৪ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম, ১৬ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ১৩ ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। হ্যাঁ, এই ফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে চারটি ক্যামেরা।
এছাড়া মধ্যম বাজেটের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসম্বলিত ফ্ল্যাগশীপ ফোনটিতে ভিন্নমাত্রার কিছু চমক থাকছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
-itdoctor24.com

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here