গ্যালাক্সি জে সিরিজে ‘টুইন উইন’ অফার ঘোষণা করেছে স্যামসাং।
অফারে গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে২, জে২ প্রাইম, জে২ প্রো, জে৭ নেক্সট এবং জে৭ ম্যাক্স হ্যান্ডসেটগুলো থেকে একটি কিনলে আরেকটি হ্যান্ডসেট জেতার সুযোগ পাবেন। এছাড়াও পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়ের সুযোগও পাবেন।
গ্যালাক্সি জে সিরিজ, স্যামসাংয়ের মধ্যম-মানের স্মার্টফোন ক্যাটাগরিতে অন্যতম জনপ্রিয় সিরিজ।
গ্রাহকরা গ্যালাক্সি জে২, জে২ প্রাইম এবং জে২ প্রো কিনে আরও পেতে পারেন ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়ের সুযোগ। গ্যালাক্সি জে৭ নেক্সট এবং জে৭ ম্যাক্স কিনে গ্রাহকরা জিতে নিতে পারবেন এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মুয়ীদুর রহমান বলেন, স্যামসাং সবসময় গ্রাহকদের সন্তুষ্টি বাড়াতে উদ্ভাবনী সব অফার নিয়ে আসতে চেষ্টা করে। গ্যালাক্সি প্রেমীদের সর্বোচ্চ সুবিধা দিতে এমন ছাড় দেওয়া হয়েছে।
স্যামসাং অনুমোদিত সকল মোবাইল স্টোরে ২৮ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত এই অফার উপভোগের সুযোগ পাওয়া যাচ্ছে।
প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।